(Unreleased track of Warfaze,
Voice-Mizan,Lyrics & Tune-Kamal)
বিরহের কোন রঙ নেই
নেই কোন কবিতা
হৃদয়ের বোবা ক্রন্দনে
আছে একরাশ মৌনতা
বিষাদের কোন রঙ নেই
নেই কোন জলছবি
হতাশার গাঢ় আধাঁরে
শুধু ঢেকে রয় সবই
প্রিয় কবি ক্ষমা করো
নেই তোমার প্রয়োজন
নির্বাক ঐ কবিতায়
কাটেনা আমার শোক
প্রিয় ছবি ক্ষমা করো
শেষ হলো আয়োজন
নিশ্চল ঐ ক্যানভাসে
পড়েনা আর দু'চোখ
বিরহের কোন গান নেই
নেই কোন কবিতা
হৃদয়ের বোবা ক্রন্দনে আছে
একরাশ মৌনতা
চেতনায় আজ স্মৃতিরা ...

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন