Largest Collection of lyrics you want !!

মঙ্গলবার, ২৮ মে, ২০১৩

তোমাকে ভেবে লেখা___@ অ্যালবামঃ Variation No.25.2 – Fuad

শিরোনামঃ তোমাকে ভেবে লেখা
কন্ঠঃ শুভ
অ্যালবামঃ Variation No.25.2 – Fuad









মন ভাল নেই
বারেবার মনে হয়
তুমি পাশে নেই
ভাবি ধুর ছাই, কেন কাটেনা সময়
সাতটি রঙ্গে তোমাকে খুজে বেড়াই
বৃষ্টি শেষে
দেখা না পেলে বড় অভিমান হয়
রাত কাটে র্নিঘুম, আমি নিশ্চুপ নিঃস্ব
ভেবে যাই
ভালবাসি তোমায় এতটা
রাত কাটে র্নিঘুম, আমি নিশ্চুপ নিঃস্ব
ভেবে যাই
ভালবাসি তোমায় এতটা
তোমার হাসিতে হাজার ফুল ফুটে যায়
তুমি না আসলে হাসবে কে আমার বাগিচায়?
তোমার জন্য বেদনার গান লিখেছি
বুকে সব স্মৃতিগুলো এক করে সূর বেঁধেছি
মনে একটাই সুখ
আমাকেও খুব ভালবাস তুমি তাই
ভালবাসি তোমায় এতটা
রাত কাটে র্নিঘুম, আমি নিশ্চুপ নিঃস্ব
ভেবে যাই
ভালবাসি তোমায় এতটা
জানি তুমি ভাল নেই আমায় একা রেখে
ভীষণ কষ্টে আছো আমাকে না দেখে
কতদিন দেখিনি তোমার মুখখানি
ক্ষনিকের জন্য থাকো আজ যে এখানে
ফিরে তুমি আসবে আবার জীবনে কারণ
ভালবাসো আমায় এতটা
রাত কাটে র্নিঘুম, আমি নিশ্চুপ নিঃস্ব
ভেবে যাই
ভালবাসি তোমায় এতটা
Read More

বরষা ___@ কনা

শিরোনামঃ বরষা
শিল্পীঃ কনা
কথাঃ শাহান কবন্ধ
সুরঃ ফোয়াদ নাসের বাবু
সঙ্গীতঃ ফুয়াদ






মেঘের গায়ে, নূপুর পায়ে, নাচে বরষা
বৃষ্টি কি তার ছন্দ জেনেছে
শ্রাবণ কি তার মন্ত্র বলেছে
দু’হাত তুলে কোমল সুরে
ডাকে কুয়াশা, বরষা
দু’হাত তুলে কোমল সুরে
ডাকে কুয়াশা, ভেজে বরষা
চোখে কি তার ছায়া ফেলেছে
হৃদয়ের কাছে ছোঁয়া মিলেছে
কাজল দীঘির ক্লান্ত বধির
তুলেছে কি ঢেউ
সুরের মায়ায় কোমল ছায়ায়
দেখেছে কি কেউ
অন্য চোখে তার দৃশ্য এঁকে যায়
ভীরু ভীরু পায়
নাচে বরষায়
দু’হাত তুলে কোমল সুরে
ডাকে কুয়াশা, ভিজে বরষা
মনে কি তার আগল খুলেছে
আধারের পাশে মূর্তি গড়েছে
মুগ্ধ চোখে সৃষ্টি সুখে
নদি ভিজে যায়
ঢেউয়ের তালে বানের জলে
মেশে মোহনায়
স্বপ্ন চোখে তার দৃশ্য এঁকে যায়
ভীরু ভীরু পায়
নাচে বরষায়
দু’হাত তুলে কোমল সুরে
ডাকে কুয়াশা, ভেজে বরষা
মেঘের গায়ে, নূপুর পায়ে, নাচে বরষা
বৃষ্টি কি তার ছন্দ জেনেছে
শ্রাবণ কি তার মন্ত্র বলেছে
দু’হাত তুলে কোমল সুরে
ডাকে কুয়াশা, বরষা
দু’হাত তুলে কোমল সুরে
Read More

জীবন গেলো__@ অ্যালবামঃ ফুয়াদ ফিচারিং ক্রমান্বয়

শিরোনামঃ জীবন গেলো
কন্ঠঃ উপল
কথাঃ উপল
অ্যালবামঃ ফুয়াদ ফিচারিং ক্রমান্বয়







জীবন গেল তোমার খোঁজে
বন্ধু তুমি কই
আশায় আশায় দিন গুইনাছি
বন্ধু তুমি কই (২)
বসন্তেরও এমন দিনে
বসন্তেরও এমন দিনে
বন্ধু তুমি কই
জীবন গেল তোমার খোঁজে
বন্ধু তুমি কই
আশায় আশায় দিন গুইনাছি
বন্ধু তুমি কই
আষাঢ় মাসে আমার চোঁখে জমেছিল মেঘ
আঁধার কালো আকাশ টাও কেঁদেছে অনেক(২)
জল শুকিয়ে মনের নদী মরুভূমি সই
বসন্তেরও এমন দিনে
বসন্তেরও এমন দিনে
বন্ধু তুমি কই
জীবন গেল তোমার খোঁজে
বন্ধু তুমি কই
আশায় আশায় দিন গুইনাছি
বন্ধু তুমি কই
ভালবাসার মুল্য কত আগে বুঝিনাই
অমুল্য সে মানিক রতন কোত্থায় খুঁজে পাই (২)
মন পুড়িয়ে গেলো পাখি গহীন বনে কই
বসন্তেরও এমন দিনে
বসন্তেরও এমন দিনে
বন্ধু তুমি কই
জীবন গেল তোমার খোঁজে
বন্ধু তুমি কই
আশায় আশায় দিন গুইনাছি
বন্ধু তুমি কই
Read More

বন্য__@ উপল (মিউজিকঃ ফুয়াদ)

শিরোনামঃ তোর জন্য বন্য
কন্ঠঃ উপল
কথাঃ উপল
মিউজিকঃ ফুয়াদ
অ্যালবামঃ বন্য 





তোর জন্য আমি বন্য, মাতাল অনুভব;
জুড়ে সব শূণ্য শুধু দৈন্য, তুই নিখোজ অচিনপুরে।(২)
শপথ নিলাম, তোকেই রাণী, করবো নিশ্বয়ই এই রাজত্বে;
খুজে দেখিস আমার মতো পাবিনা কেউ স্বর্গ মর্ত্যে।(২)
তোর জন্য আমি বন্য, মাতাল অনুভব;
জুড়ে সব শূণ্য শুধু দৈন্য, তুই নিখোজ অচিনপুরে।
দেখেছি যা দেখার ছিল, এই মনের আয়নায়;
অবিরত আনাগোনা বৃথা সেকি হায়।
আমি ভেবে ভেবে মরি, তোর মনে আছে কি;
দিশেহারা আমি যে তোর প্রেমে পড়েছি।
অভিমানে দূরে আমি হারাবো যখন,
ভালবাসার মৃত্যু হলে করোনা বারণ।
শপথ নিলাম, তোকেই রাণী, করবো নিশ্বয়ই এই রাজত্বে;
খুজে দেখিস আমার মতো পাবিনা কেউ স্বর্গ মর্ত্যে।(২)
তোর জন্য আমি বন্য, মাতাল অনুভব;
জুড়ে সব শূণ্য শুধু দৈন্য, তুই নিখোজ অচিনপুরে।
ডুবে থাকিস বৃথা যতো, ঐ নষ্ট ভাবনায়;
ইপ্সিত পন্যে স্বপ্ন দেখা ব্যর্থ জীবনটায়
আমি পাল্টে দিতে পারি, তোর চোখের ঐ রং;
নরম রংয়ে ভালবাসা পবিত্র ভীষণ।
অভিমানে দূরে আমি হারাবো যখন,
ভালবাসার মৃত্যু হলে করোনা বারণ।
শপথ নিলাম, তোকেই রাণী, করবো নিশ্বয়ই এই রাজত্বে;
খুজে দেখিস আমার মতো পাবিনা কেউ স্বর্গ মর্ত্যে।(২)
তোর জন্য আমি বন্য, মাতাল অনুভব;
জুড়ে সব শূণ্য শুধু দৈন্য, তুই নিখোজ অচিনপুরে।
শপথ নিলাম, তোকেই রাণী, করবো নিশ্বয়ই এই রাজত্বে;
খুজে দেখিস আমার মতো পাবিনা কেউ স্বর্গ মর্ত্যে।(২)
তোর জন্য আমি বন্য, মাতাল অনুভব;
জুড়ে সব শূণ্য শুধু দৈন্য, তুই নিখোজ অচিনপুরে
Read More

একটাই আমার তুমি__@ অপ্রকাশিত গান (শিল্পীঃ ফুয়াদ)

শিরোনামঃ একটাই আমার তুমি
শিল্পীঃ ফুয়াদ
অপ্রকাশিত সংগীত






একটাই আমার তুমি কেন বোঝনা
তুমি আমার হৃদয়ের প্রাণপ্রতিমা ।
একটাই আমি যে তোমার চেয়ে দেখনা
আমি তোমার রোদেলা দিনে শান্ত ছায়া।
এ মন মন্দিরে তুমি আমার প্রার্থনা
এ বদ্ধ ঘরে তুমি দখিনা হাওয়া।
একটাই আমার তুমি কেন বোঝনা
তুমি আমার জীবনের প্রাণপ্রতিমা ।
প্রতি রাত ভাবি বলবো তোমায়, বলা হয়না
কে কখন কিভাবে কার দোষে কেউ জানেনা
চল সব দ্বিধা ভুলে খুলি মনের জানালা।
একটাই আমার তুমি কেন বোঝনা
তুমি আমার হৃদয়ের প্রাণপ্রতিমা ।
দিন চলে যায় সুখের আশায়, সেতো আসে না
আসবে কেমনে যদি বন্দী করে রাখো তারে, কেনো বোঝো না
চল সব দ্বিধা ভুলে খুলি মনের জানালা।
একটাই আমার তুমি কেন বোঝনা
তুমি আমার হৃদয়ের প্রাণপ্রতিমা ।
একটাই আমি যে তোমার চেয়ে দেখনা
আমি তোমার রোদেলা দিনে শান্ত ছায়া।
এ মন মন্দিরে তুমি আমার প্রার্থনা
এ বদ্ধ ঘরে তুমি দখিনা হাওয়া।
একটাই আমার তুমি কেন বোঝনা
তুমি আমার জীবনের প্রাণপ্রতিমা ।
Read More

নূপুর ২__@ অ্যালবামঃ বন্ধু ভাবো কি? (তপু)

শিরোনামঃ নূপুর ২
কন্ঠঃ তপু/আনিলা
কথাঃ তপু
অ্যালবামঃ বন্ধু ভাবো কি?(ফুয়াদ ফিচারিং তপু)



এক পায়ে নূপুর আমার অন্য পা খালি
এক পাশে সাগর এক পাশে বালি
তোমার ছোট তরী বলো, নেবে কি?
এক পায়ে নূপুর আমার অন্য পা খালি
এক পাশে সাগর এক পাশে বালি
তোমার ছোট তরী বলো, নেবে কি, নেবে কি?
বলবো না আকাশের চাঁদ এনে দেব
বলবো না তুমি রাজকন্যা
শুধু জিজ্ঞেস করি দেবে কি পাড়ি
হোক যত ঝড়বন্যা
আমার ছোট তরী বলো, যাবে কি, যাবে কি?
নয় মিছে আশা নয় শুধু ভালোবাসা
নই অকারণ প্রেমে অন্ধ
জানি তুমি আমি আমাদের তরী
আজব এক বন্ধুত্ব
তোমার ছোট তরী, বলো নিবে কি?
চাঁদের আলো আজ যদি ভাল লাগে
কালো হয়ে যায় ঝাপসা
তোমার এ তরী যদি চলে যায়
ফিরে আর আসবে না
যতো ভালোবাসি তারে দূরে রয়ে যাবে
তা তো আমি জেনেছি
একপায়ে নূপুর তোমার অন্য পা খালি
একপাশে সাগর একপাশে বালি
আমার ছোট তরী বলো যাবে কি, যাবে কি?
এক পায়ে নূপুর আমার অন্য পা খালি
এক পাশে সাগর এক পাশে বালি
তোমার ছোট তরী বলো নেবে কি?
আমার ছোট তরী বলো যাবে কি?
তোমার ছোট তরী বলো নেবে কি?
আমার ছোট তরী বলো যাবে কি?
Read More

ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো __@ অ্যালবামঃ ঘুড়ি

শিরোনামঃ ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো
কন্ঠঃ  লুৎফর হাসান
কথাঃ সোমেশ্বর অলি
অ্যালবামঃ ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো








ময়লা টি-শার্ট,
ছেঁড়া জুতো
কদিন আগেই
ছিল মনেরই মতো
দিন বদলের
টানা-পোঁড়েনে
সখের ঘুড়ি নাটাই সুঁতো
ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো
তার আকাশ কি আমার চেয়ে বড়?
তার আকাশ কি আমার চেয়ে বড়?
ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো
তার আকাশ কি আমার চেয়ে বড়?
তার আকাশ কি আমার চেয়ে বড়?
তোমার নিকট অতীত
আমার এক যুক আগের শীত
পৃথিবী তোমার অনুকূলে থাকে
আমার বিপরীত
তো্মার ছোট্ট চাওয়া
আমার বৃষ্টিতে ভিজে যাওয়া
তারপর একা ঘড়ে মন
জড়োসড়ো
ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো
তার আকাশ কি আমার চেয়ে বড়?
তার আকাশ কি আমার চেয়ে বড়?
ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো
তার আকাশ কি আমার চেয়ে বড়?
তার আকাশ কি আমার চেয়ে বড়?
তোমার রোদেলা শহর
আমার রংচটা রং-এর ঘড়
জানালা তোমার অভিমূখে খোলা
দেয়াল নড়বড়
তোমার একটু ছোঁয়া
আমার স্বপ্নকে খুঁজে পাওয়া
তারপর ঘুমভাঙ্গা চোখ
জড়োসড়ো
ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো
তার আকাশ কি আমার চেয়ে বড়?
তার আকাশ কি আমার চেয়ে বড়?
ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো
তার আকাশ কি আমার চেয়ে বড়?
তার আকাশ কি আমার চেয়ে বড়?

Read More

সরলতার প্রতিমা__ @ অ্যালবামঃ সরলতার প্রতিমা

শিরোনামঃ সরলতার প্রতিমা
কন্ঠঃ খালিদ
কথাঃ প্রিন্স মাহমুদ
সুরঃ প্রিন্স মাহমুদ
অ্যালবামঃ সরলতার প্রতিমা






তুমি আকাশের বুকে বিশালতার উপমা
তুমি আমার চোখতে সরলতার প্রতিমা
আমি তোমাকে গড়ি ভেঙ্গে চুড়ে শতবার
রয়েছো তুমি বহুদুরে আমাকে রেখে ছলনায়
এ হৃদয় ভেঙ্গে গেলে জানো কি তা
লাগে না লাগে না জোড়া
লাগে না লাগে না জোড়া
আমার পথে তোমার ছায়া পড়লে আড়াল করে
থমকে সে যাবে জীবন ও গতি সে কি তোমার অজানা
রয়েছো তুমি বহুদুরে আমাকে রেখে ছলনায়
এ হৃদয় ভেঙ্গে গেলে জানো কি তা
লাগে না লাগে না জোড়া
লাগে না লাগে না জোড়া
শ্রাবন বেলায় তোমার কথা ভেবে বিষন্ন এ মন
আশার পথে দিয়েছি পাড়ি , যেথা তোমার বিচরন
রয়েছো তুমি বহুদুরে আমাকে রেখে ছলনায়
এ হৃদয় ভেঙ্গে গেলে জানো কি তা
লাগে না লাগে না জোড়া
লাগে না লাগে না জোড়া
তুমি আকাশের বুকে বিশালতার উপমা
তুমি আমার চোখতে সরলতার প্রতিমা
আমি তোমাকে গড়ি ভেঙ্গে চুড়ে শতবার
রয়েছো তুমি বহুদুরে আমাকে রেখে ছলনায়
এ হৃদয় ভেঙ্গে গেলে জানো কি তা
লাগে না লাগে না জোড়া
লাগে না লাগে না জোড়া
Read More

একটু বসিয়া থাকো__ @ অ্যালবামঃ নিয়ন আলোয় স্বাগতম...গীটার কর্ড

D…………………………………..
tumi amar pashe bondho hey
Em……………………………D……..
boshiaa thako ekto boshia thako  ||
D…………………………
ami megher dole achi
…….G………………………
ami ghasher dole achi       ||
D…………………………..G..
tumio thako bondhu hey
D……………………..A………………
boshiaa thako ekto boshia thako
D……………………………….
roder moddhe rod hoye jai
G…………………
joler moddhe jol
F#m…………………………….D…………………
boker moddhe bondho ekta nisonno onchol  ||
tomi amar pashe…………
ami patar dole achi
ami danar dole achi
tumio thako bondhu hey
boshiaa thako ekto boshia thako
megher moddhe megh hoye jai
gasher moddhe gash
boker moddhe holod ekta patar dhirghoo shash ||
tumi amar pashe bondhoo………………………….
Read More

একটু বসিয়া থাকো__ @ অ্যালবামঃ নিয়ন আলোয় স্বাগতম

শিরোনামঃ একটু বসিয়া থাকো
আর্টিস্টঃ কনক ও কার্তিক
অ্যালবামঃ নিয়ন আলোয় স্বাগতম
  







তুমি আমার পাশে বন্ধু হে
বসিয়া থাক
একটু বসিয়া থাক
তুমি আমার পাশে বন্ধু হে
বসিয়া থাক
একটু বসিয়া থাক
আমি মেঘের দলে আছি, আমি ঘাসের দলে আছি
আমি মেঘের দলে আছি, আমি ঘাসের দলে আছি
তুমিও থাক বন্ধু হে
বসিয়া থাক
একটু বসিয়া থাক
রোদের মধ্যে রোদ হয়ে যাই, জলের মধ্যে জল
রোদের মধ্যে রোদ হয়ে যাই, জলের মধ্যে জল
বুকের মধ্যে বন্ধু একটা নিঃশূন্য অঞ্চল
বুকের মধ্যে বন্ধু একটা নিঃশূন্য অঞ্চল
তুমি আমার পাশে বন্ধু হে
বসিয়া থাক
একটু বসিয়া থাক
আমি পাতার দলে আছি, আমি ডানার দলে আছি।
আমি পাতার দলে আছি, আমি ডানার দলে আছি।
তুমিও থাক বন্ধু হে
বসিয়া থাক
একটু বসিয়া থাক
মেঘের মধ্যে মেঘ হয়ে যাই, ঘাসের মধ্যে ঘাস
মেঘের মধ্যে মেঘ হয়ে যাই, ঘাসের মধ্যে ঘাস
বুকের মধ্যে হলুদ একটা পাতার দীর্ঘশ্বাস
তুমি আমার পাশে বন্ধু হে
বসিয়া থাক
একটু বসিয়া থাক
তুমি আমার পাশে বন্ধু হে
বসিয়া থাক
একটু বসিয়া থাক
 N:B- গীটার কর্ড দেওয়া হয়েছে এই গানটার
Find on :
Read More

কে আঁকে অন্য ছবি__ @ অ্যালবামঃ কে আঁকে অন্য ছবি

শিরোনামঃ কে আঁকে অন্য ছবি
শিল্পীঃ তাহসান
অ্যালবামঃ কে আঁকে অন্য ছবি







মাঝে মাঝে তোমায় ভেবে এলোমেলো লাগে সবি
মাঝে মাঝে তোমার চোখে কে আঁকে অন্য ছবি (২)
কিছুতে তোমার মনটা আমি বুঝতে পারিনা
এত চেনা তবু যেনো লাগে অচেনা (২)
মাঝে মাঝে তোমায় ভেবে এলোমেলো লাগে সবি
মাঝে মাঝে তোমার চোখে কে আঁকে অন্য ছবি
মাঝে মাঝে আকাশে চেয়ে উদাসী হয়ে থাক
বুঝিনা যে তখন তুমি কার কথা যে ভাব
কিছুতে তোমার মনটা আমি বুঝতে পারিনা
এত চেনা তবু যেনো লাগে অচেনা (২)
মাঝে মাঝে তোমায় ভেবে এলোমেলো লাগে সবি
মাঝে মাঝে তোমার চোখে কে আঁকে অন্য ছবি
মাঝে মাঝে কথার ফাঁকে হঠাৎ তুমি থেমে যাও
বুঝিনাত যে কথাটি আড়াল করে যে যাও
কিছুতে তোমার মনটা আমি বুঝতে পারিনা
এত চেনা তবু যেনো লাগে অচেনা (২)
মাঝে মাঝে…
মাঝে মাঝে তোমায় ভেবে এলোমেলো লাগে সবি
Read More

হাজার বর্ষা রাত__@ অ্যালবামঃ ধুন


শিরোনামঃ হাজার বর্ষা রাতে
কথাঃ শিবলী
কন্ঠঃ পার্থ বড়ুয়া
সুর : পার্থ বড়ুয়া
কম্পোজঃ সোলস
অ্যালবামঃ ধুন





বৃষ্টি দেখে অনেক কেঁদেছি
করেছি কতই আর্তনাদ,
দু:চোখের জলে ভাসাবো বলে-
তোমাকে আজ কাঁদাবো বলে-
মেঘের ডানায়; পাঠিয়ে দিলাম
আমি হাজার বর্ষা রাত!!
দক্ষিণা বাতাসে তোমার
ভীরু দীর্ঘশ্বাস!
আঁধার ছড়াবে আমার
প্রিয় সর্বনাশ!!
মেঘের ডানায়; পাঠিয়ে দিলাম
আমি হাজার বর্ষা রাত
জানালার ওপাশে তোমার
দৃষ্টি বহুদূর
ছুঁয়েছে এ গান তোমায়
কান্নার সাত সুর।।
মেঘের ডানায়; পাঠিয়ে দিলাম
আমি হাজার বর্ষা রাত………
Read More

আজ জন্মদিন তোমার__@ অ্যালবামঃ দাগ থেকে যায়

শিরোনামঃ আজ জন্মদিন তোমার
কন্ঠঃ শাফিন আহমেদ
সঙ্গীতঃ প্রিন্স মাহমুদ
অ্যালবামঃ দাগ থেকে যায়







আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা,
আজকের জোছনাটা আরো সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা
আজকের পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো লাগা
মুখরিত হবে দিন গানে গানে আগামীর সম্ভাবনা
তুমি এই দিনে পৃথিবীতে এসেছ ,
শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছল দি
ন কামনায়
আজ জন্মদিন তোমার
তোমার জন্য এই রোদেলা স্বপ্ন সকাল
তোমার জন্য হাসে অনরল স্নিগ্ধ বিকেল
ভালবাসা নিয়ে নিজে তুমি, ভালোবাসো সব সৃষ্টিকে
তুমি এই দিনে পৃথিবীতে এসেছ ,
শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছল দিন কামনায়
আজ জন্মদিন তোমার
তোমার জন্য ফোঁটা পৃথিবীর সব গোলাপ
তোমার জন্য এই কবিতা নয় সে প্রলাপ
আলোকিত হয়ে নিজে তুমি, আলোকিত কর পৃথিবীকে
তুমি এই দিনে পৃথিবীতে এসেছ ,
শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছল দিন কামনায়
আজ জন্মদিন তোমার

Read More

এপিটাফ___@ ব্যান্ডঃ অর্থহীন

শিরোনামঃ এপিটাফ
কন্ঠঃ সুমন
কথাঃ সুমন
ব্যান্ডঃ অর্থহীন
অ্যালবামঃ স্বপ্নচূড়া





বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙ্গে
হাটছি আমি মেঠো পথে
মনের ক্যানভাসে ভাসছে তোমার ছবি
বহুদিন তোমায় দেখি না যে
তোমায় নিয়ে কত স্বপ্ন আজ কোথাও হারায়
পুরোনো গানটার সুর আজ মোরে কাঁদায়
তুমি তো দিয়ে ছিলে মোরে কৃষ্ণচূঁড়া ফুল
আমি তো বসেছিলাম নিয়ে সেই গানের সুর
তুমি তো দিয়ে ছিলে মোরে কৃষ্ণচূঁড়া ফুল
চলে গেছ কোথায় আমায় ফেলে বহুদূর…
বহুদূর……
সাদাকালো এ জীবনের মাঝে
রঙ্গীন ছিলে তুমি শুধু
তোমায় নিয়ে লেখা কত কবিতায়
দিয়েছিলাম কত সুর
আজ আমার হাতের মুঠোয় নেই যে তোমার হাত,
ভোরের আলো ফুটবে কখন
ভেবেছি কত রাত
তুমি তো দিয়ে ছিলে মোরে কৃষ্ণচূঁড়া ফুল
আমি তো বসেছিলাম নিয়ে সেই গানের সুর
তুমি তো দিয়ে ছিলে মোরে কৃষ্ণচূঁড়া ফুল
চলে গেছ কোথায় আমায় ফেলে বহুদূর…
বহুদূর……
যুদ্ধ শেষে আজ ঘরে ফিরে
দেখি তুমি নেই যে পাশে
ভেবেছিলাম তুমি থাকবে দাড়িয়ে কৃষ্ণচূঁড়া ফুল হাতে
তবে কি যুদ্ধে গেলাম তোমায় হারাতে?
এপিটাফের লেখাগুলো পড়ি ঝাপসা চোখে
আমি তো দিয়েছিলাম তোমায় কৃষ্ণচূঁড়া ফুল
তুমি তো গেয়েছিলে সেই নতুন গানের সুর
আমি তো দিয়েছিলাম তোমায় কৃষ্ণচূঁড়া ফুল
তবে কেন আমি গেলাম চলে তোমায় ফেলে বহুদূর
বহুদূর………..বহুদূর…………বহুদূর
Read More

মাটিরও পিঞ্জিরা__ হাছন রাজা ( অ্যালবামঃ সমর্পণ)

শিরোনামঃ মাটিরও পিঞ্জিরা 
সিঙ্গারঃ হাছন রাজা









মাটিরও পিঞ্জিরার মাঝে বন্দী হইয়া রে
কান্দে হাছন রাজার মনমুনিয়া রে
মাটিরও পিঞ্জিরার মাঝে বন্দী হইয়া রে
কান্দে হাছন রাজার মনমুনিয়া রে
মায়ে বাপে কইরা বন্দী খুশিরও মাজারে
মায়ে বাপে কইরা বন্দী খুশিরও মাজারে
লালে ধলায় হইলাম বন্দী পিঞ্জিরার ভিতরে
কান্দে হাছন রাজার মনমুনিয়া রে
মাটিরও পিঞ্জিরার মাঝে বন্দী হইয়া রে
কান্দে হাছন রাজার মনমুনিয়া রে
পিঞ্জিরায় সামাইয়া ময়নায় ছটফট ছটফট করে
পিঞ্জিরায় সামাইয়া ময়নায় ছটফট ছটফট করে
মজবুতও পিঞ্জিরা ময়নায় ভাঙ্গিতে না পারে রে
কান্দে হাছন রাজার মনমুনিয়া রে
উড়িয়া যাইব সুয়া পাখি পইরা রইব কায়া
উড়িয়া যাইব সুয়া পাখি পইরা রইব কায়া
কিসের দেশ কিসের খেশ কিসের মায়া দয়া রে
কান্দে হাছন রাজার মনমুনিয়া রে
হাছন রাজায় ডাকতো যখন ময়না আয় রে আয়
হাছন রাজা ডাকতো যখন ময়না আয় রে আয়
এমনও নিষ্ঠুরও ময়না আর কি ফিরা চায় রে
কান্দে হাছন রাজার মনমুনিয়া রে
Read More

কেন পিড়িতি বাড়াইলা রে বন্ধু___শাহ আব্দুল করিম

শিরোনামঃ কেন পিড়িতি বাড়াইলা রে বন্ধু
কন্ঠঃ শাহ আব্দুল করিম
কথাঃ শাহ আব্দুল করিম
সুরঃ শাহ আব্দুল করিম





শিরোনামঃ কেন পিড়িতি বাড়াইলা রে বন্ধু
কন্ঠঃ শাহ আব্দুল করিম
কথাঃ শাহ আব্দুল করিম
সুরঃ শাহ আব্দুল করিম
কেন পিড়িতি বাড়াইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি
কেমনে রাখিব তর মন
আমার আপন ঘরে বাদী রে বন্ধু
ছেড়ে যাইবা যদি
পাড়া পড়শী বাদী আমার
বাদী কালন নদী
মরম-জ্বালা সইতে না’রি
দিবানিশি কাঁদি রে বন্ধু
ছেড়ে যাইবা যদি
কারে কি বলিব আমি
নিজে অপরাধী
কেঁদে কেঁদে চোখের জলে
বহাইলাম নদী রে বন্ধু
ছেড়ে যাইবা যদি
বাউল আব্দুল করিম বলে
হল এ কী ব্যাধি
তুমি বিনে এ ভুবনে
কে আছে ঔষধি রে বন্ধু
ছেড়ে যাইবা যদি
কেন পিড়িতি বাড়াইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি
Read More

জাত গেল জাত গেল বলে___ সমর্পণ মিক্সড অ্যালবাম (হাবিব,ওয়ারফেইজ,অর্থহীন)

শিরোনামঃ জাত গেল জাত গেল বলে
লালন গীতি









জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা
সত্য কাজে কেউ নয় রাজি
সবই দেখি তা না না না….
আসবার কালে কি জাত ছিলে
এসে তুমি কি জাত নিলে
কি জাত হবে যাবার কালে
সে কথা ভেবে বলো না…
ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি
একি জলেই সব হয় গো সুচি
দেখে শুনে হয় না রুচি
যমে তো কাউকে ছাড়বে না…
গোপনে যে বেশ্যার ভাত খায়
তাতে ধর্মের কি ক্ষতি হয়
লালন বলে জাত কারে কয়
সে ঘোরও তো গেল না…
জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা…….
Read More

দুনিয়া ____অ্যালবামঃ বোকা(প্রিন্স মাহমুদ এবং ক্লোজআপ-ওয়ান)


 শিরোনামঃ দুনিয়া
কন্ঠঃ রুমি
অ্যালবামঃ বোকা(প্রিন্স মাহমুদ এবং ক্লোজআপ-ওয়ান)







দুনিয়া তোর সঙ্গেতে নাই
মন তোরে কেমনে বুঝাই
একলা হাঁটো রে মন
একলা হাটো রে(২)
মনরে মন রে
তুই বড় বোকা
নিজের বুঝ বুঝলি না
খাইয়া গেলি ধোঁকা
মনরে ওরে মন
তুই বড় বোকা
নিজের বুঝ বুঝলি না
খাইয়া গেলি ধোঁকা
এ কেমন ভালোবাসা
ভিটে মাটি ছাড়ো
এখানে তরি বেঁধে
আছে পাগল পাড়া (২)
যে ভুলিয়ে দেবে
বলি বলি বলি তারে
তারে বুঝা যায় না
সেও নয় বোকা
মনরে মন রে
তুই বড় বোকা
নিজের বুঝ বুঝলি না
খাইয়া গেলি ধোঁকা
মনরে ওরে মন
তুই বড় বোকা
নিজের বুঝ বুঝলি না
খাইয়া গেলি ধোঁকা
বুঝি বুঝি সবই বুঝি
বোঝে না হৃদয়
আমার সাথে কেনো
এমন হয়(২)
না বলা সেই ডাক
থাকে নিয়ে পিছুটান
হয় না বোঝানো তারে
হয় না দেখা
মনরে মন রে
তুই বড় বোকা
নিজের বুঝ বুঝলি না
খাইয়া গেলি ধোঁকা!
মনরে ওরে মন
তুই বড় বোকা
নিজের বুঝ বুঝলি না
খাইয়া গেলি ধোঁকা!
Read More

দুঃখ বিলাশ__ব্যান্ডঃ আর্টসেল








G………D………………. .Em……………..C……… …………..G
তোমরা কেউ কি দিতে পার প্রেমিকার ভালবাসা
G……….D……………… …Em…………C………… …….G
দেবে কি কেউ জীবনের ঊষ্ণতার সত্য আশা
Em…………………C…… …………..
ভালবাসার আগে নিজেকে নিও বাজিয়ে
Em…………………..C…. …….
আমার মনের মত… নিও সাজিয়ে
G………..D……….Am….. ……
আমি বড় অসহায়… অন্য পথে
Em…………………..D…. ……………..
একটি নাটকই দেখি মহাকালের মঞ্চে
Em…..D……C…………… ……..Em
ও আমায় ভালবাসেনি
Em……….D………….C… ………………….Em
অসীম এ ভালবাসা ও বোঝেনি
Em……..D………….C….. ………………Em
ও আমায় ভালবাসে নি
Em…..D…………….C….. ……..Em
অতল এ ভালবাসা তলিয়ে দেখে নি
G………D…………….Em. …………C…………….. ……G
তোমরা কেউ কি করবে আমার জন্য অপেক্ষা
G……………….D……… Em…………..C…………. ………..G
ভালবাসবে শুধুই আমায়, করবে প্রতিজ্ঞা ।।
Em..G…….Em….G……….. ….
এত দিনেও আজও আমি একা
Em…G………Em…G……… …..
মনে শুধু যে শূন্যতা
C…..D……..G……..Em
আধারে যত ছড়াই আলো
C……D………Em
শুধু আধারে মিলায়
C..D..G……Em
ও যে কোথায় হারাল
C…….D……….Em
ব্যাথা কাকে যে শুধাই
Read More

বৃহস্পতিবার, ৯ মে, ২০১৩

সত্য___@ এ্যালবামঃ সত্য

শিরোনামঃ সত্য
কথা ও সুরঃ শামস
ব্যান্ডঃ ওয়ারফেজ
এ্যালবামঃ সত্য


 






যত সাজানো গল্পে, রাঙ্গানো চাকচিক্যের আড়ালে
লুকানো সত্য নীরবে কেঁদেছে, নীরবে কেঁদেছে
লোভনীয় বিকল্পে, ধাঁধানো মিথ্যার মায়াজালে

বেনিয়ার যে নকশায়
পৃথিবী রঙ বদলায়
বিপনন জীবন অবলীলায়…

গোপনীয় অবক্ষয়, মানবেতর প্রাণের অনুনয়
বিকারী তথ্য সকল বাঁধ ভেঙ্গেছে
সাধারণের ধিক্কার, সাদা মোড়কে লুন্ঠিত সুবিচার

বেনিয়ার যে নকশায়
পৃথিবী রঙ বদলায়
বিপনন জীবন অবলীলায়
অবলীলায়…
Read More

"I Cry"______SHAYNE WARD

You said goodbye
I fell apart
I fell from all we had
To I never knew
I needed you so bad

You need to let things go
I know, you told me so
I've been through hell
To break the spell

Why did I ever let you slip away
Can't stand another day without you
Without the feeling
I once knew

I cry silently
I cry inside of me
I cry hopelessly
Cause I know I'll never breathe your love again
I cry
Cause you're not here with me
I cry
Cause I'm lonely as can be
I cry hopelessly
Cause I know I'll never breathe your love again

If you could see me now
You would know just how
How hard I try
Not to wonder why

I wish I could believe in something new
Oh please somebody tell me it's not true (oh girl)
I'll never be over you

Why did I ever let you slip away
Can't stand another day without you
Without the feeling
I once knew

I cry silently
I cry inside of me
I cry hopelessly
Cause I know I'll never breathe your love again
I cry
Cause you're not here with me
I cry
Cause I'm lonely as can be
I cry hopelessly
Cause I know I'll never breathe your love again

If I could have you back tomorrow
If I could lose the pain and sorrow
I would do just anything
To make you see
You still love me

I cry silently
I cry inside of me
I cry hopelessly
Cause I know I'll never breathe your love again
I cry
Cause you're not here with me
I cry
Cause I'm lonely as can be
I cry hopelessly
Cause I know I'll never breathe your love again
Read More

Featured Posts

© LyricsEver, AllRightsReserved.

Designed by lyricsEver.com_(Ferdous Shuvo)_